News Media
সর্বত্র হুইলচেয়ারে চলাচলের ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন
প্রকাশ: ১৮ মে ২০১৯
রাস্তা-ঘাট, মার্কেট, অফিস-আদালত, পার্ক ও স্কুল-কলেজ– সর্বত্র হুইলচেয়ারে চলাচলের ব্যবস্থা করার দাবিতে ভার্চুয়াল কমিউনিটি ‘লোকাল গাইডস বাংলা’র উদ্যোগে ‘অর্নামেন্টস অব এক্সেসিবিলিটি’ শিরোনামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দেশের বিভিন্ন স্থান থেকে শীর্ষস্থানীয় লোকাল গাইডরা অংশগ্রহণ করে।
প্রচার করেছেন – দৈনিক সমকাল
Demanding wheelchair access for persons with physical disabilities at public pl
প্রকাশ: ১৮ মে ২০১৯
Demanding wheelchair access for persons with physical disabilities at public pl
প্রচার করেছেন – Daily Star
'ডিজেবলরাও হবে বল, যোগাযোগ চাই এক্সেসিবল'
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০
অর্নামেন্টস্ অব এক্সেসিবিলিটির প্রতিষ্ঠাতা এবং গুগল এক্সেসিবিলিটি চ্যাম্পিয়ন কামাল হাসনাইনির উদ্যোগে সর্বত্র হুইল চেয়ার এক্সেসিবল করার দাবিতে বসুন্ধরা সিটি শপিং মলে মার্কেট কর্তৃপক্ষের সহযোগিতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষ স্থানীয় লোকাল গাইডরা অংশগ্রহণ করেন।
প্রচার করেছেন – দৈনিক সমকাল
বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইলচেয়ার বিতরণ !
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২
রাজধানীতে বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সর্বত্র হুইল চেয়ার পথ তৈরি করার দাবিতে ভার্চুয়াল কমিউনিটি – অর্নামেন্টস অব এক্সেসিবিলিটির তত্ত্বাবধানে ‘লেটস্ চেক দি ফ্যাক্টস’ নামে রাজধানীর রমনা পার্কে একটি সচিত্র ম্যাপিং কর্মশালার আয়োজন করা হয়।
প্রচার করেছেন – দৈনিক সমকাল
ডিজেবলরাও হবে বল; যোগাযোগ চাই অ্যাক্সেসিবল
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৩
আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে ঢাকা জাতীয় প্রেসক্লাবে দেশের সার্বিক উন্নয়নে প্রতিবন্ধীদের জন্য সকল রাস্তাঘাট, মার্কেট, অফিস, আদালত, পার্কস, স্কুল কলেজ ও সর্বত্র হুইল চেয়ারে চলার ব্যবস্থা করার দাবিতে ভার্চুয়াল কমিউনিটি অর্নামেন্টস অব এক্সেসিবিলিটি’র তত্ত্বাবধানে ও কামাল হাসনাইনী’র উদ্বেগ ও আহ্বানে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, ম্যাপিং, ও আলোচনা শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়।
প্রচার করেছেন – দৈনিক ঢাকা প্রেস
Join your hands with us for a better life and future
55
Local Guides Meetup
3,818
Fact’s Updated on Maps
450
Wheelchair Support
10
International Campaign